কোটা সংস্কার থেকে সরকার পতন

আন্দোলনে নিহত ৮১৯ জনের তালিকা প্রকাশ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪ ২৩:২৩; আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ০০:২৮

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে ৮১৯ জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টার নামের একটি বেসরকারি সংস্থা।

গণমাধ্যমে পাঠানো তালিকায় সংস্থাটি নিহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও আহত হওয়ার ধরণ উল্লেখ করেছে। নিহতদের তথ্য হিসেবে বিভিন্ন গণমাধ্যমে আসা তথ্য ও সংস্থার নিজস্ব অনুসন্ধানের কথা উল্লেখ করা হয়েছে। সরকারিভাবে এখনও আন্দোলনে নিহতদের পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। জাতিসংঘ আন্দোলনে অন্তত সাড়ে ছয়শ মানুষের মৃত্যুর তথ্য জানিয়েছে।

প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন অবশ্য জানিয়েছিলেন আন্দোলনে এক হাজারের মতো মানুষ নিহত হয়েছেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top