ডাকসু ভোটে সেনা সংশ্লিষ্টতা নেই, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯; আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৮ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক অফিসিয়াল পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বিশ্ববিদ্যালয়সমূহে অনুষ্ঠেয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো রকম সংশ্লিষ্টতা নেই। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না।
সেনাবাহিনী আরও জানায়, এর আগেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অবস্থান পরিষ্কার করা হয়েছিল। তারপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে যাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, এই ধরনের গুজব ও বিভ্রান্তিকর অপপ্রচার দেশে স্বাভাবিক স্থিতিশীলতা ব্যাহত করার অপচেষ্টা মাত্র। এতে করে সার্বিক নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
সেনাবাহিনী আশা প্রকাশ করে, বহু বছর পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। তারা এটিকে একটি গণতান্ত্রিক উদাহরণ হিসেবে দেখার আহ্বান জানায়, যা ভবিষ্যতের জাতীয় নির্বাচনগুলোর জন্য ইতিবাচক বার্তা দেবে।
বিবৃতির শেষ অংশে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানায় বাংলাদেশ সেনাবাহিনী।
আপনার মূল্যবান মতামত দিন: