নৌকা স্থগিত রেখে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ, নেই শাপলা
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:১০; আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখে মোট ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নবগঠিত রাজনৈতিক দল এনসিপির প্রস্তাবিত শাপলাও সে তালিকায় স্থান পায়নি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর অধিকতর সংশোধন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
এদিকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এনসিপি নতুন করে দলটির অনুকূলে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। বিবিসি
আপনার মূল্যবান মতামত দিন: