মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, পুড়লো সহস্রাধিক ঘর
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২১ ১৫:৩৮; আপডেট: ৪ আগস্ট ২০২৫ ০১:৩৮

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনে সহস্রাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে বস্তির বাসিন্দারাও আগুন নেভাতে চেষ্টা করেন।
এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও বস্তির ভেতরে বিভিন্ন জায়গায় এখনো ধোয়া দেখা যাচ্ছে। সাততলা বস্তিতে প্রায় ৪ থেকে সাড়ে ৪ হাজার ঘর ছিল।
বেশির ভাগ ঘরই পুড়ে ছাই হয়ে গেছে।
বিষয়: অগ্নিকাণ্ড
আপনার মূল্যবান মতামত দিন: