ঢাকায় পৌঁছেছে মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ জুলাই ২০২১ ১৭:৩৮; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৪:৩৩

যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের আরও ৩০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টায় টিকা বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর ড. মো. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে মর্ডানার আরও ৩০ লাখ ডোজ টিকা রাত ৯টা ৩০ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে। এ নিয়ে কোভ্যাক্সের আওতায় দেশে মর্ডানার ৪২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে এসেছে।
গত শনিবার (১৭ জুলাই) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক টুইট বার্তায় জানান, যুক্তরাষ্ট্র থেকে মর্ডানার ৩০ লাখ ডোজ টিকা সোমবার (১৮ জুলাই) ঢাকায় পৌঁছাবে। করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে টিকা সরবরাহ বাড়াতে অঙ্গীকারবদ্ধ বলেও জানান মিলার।
বিষয়: টিকা
আপনার মূল্যবান মতামত দিন: