রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২ ০২:৪৮; আপডেট: ৮ আগস্ট ২০২৫ ১৯:৫৭

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং জামায়াত নেতৃবৃন্দসহ আলেম ওলামার মুক্তির দাবীতে রাজাশাহী নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।
সোমবার সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগরী জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডলের নেতৃত্বে মিছিলটি নগরীর কোর্ট কাঁচাবাজার এলাকা প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নগর জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন মহানগরীর যুব সম্পাদক জসিম উদ্দীন সরকার, জামায়াত নেতা গোলাম মুর্তজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: