নগরীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০ ০৪:১৮; আপডেট: ৮ আগস্ট ২০২৫ ১৯:৫৯

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এসডিডিবি প্রকল্পের আয়োজনে গতকাল নগরীর রাসিক ২নং ওয়ার্ড টলিপাড়া ক্লাব ঘরে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ক্যাথিড্রাল ধর্মমিস্ত্রী সহকার পালপুরোহিত ফাদার সুরেশ পিউরিফিকেশন।

বিশেষ অতিথি কারিতাস রাজশাহী অঞ্চলের পিও (হেল্থ) মিস. লুচিয়া মার্ডি, মাঠ কর্মকর্তা লিনা রোজ ফারিও, পশ্চিম টালিপাড়া গ্রামের মন্ডল নিরেন মিনজ, আলিগঞ্জ স্নেহানীড় সিস্টার শিউলী দাস। উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড ফোরাম কমিটি সভাপতি মিঃ যোসেফ মুরমু। সার্বিক পরিচালনায় মাঠ কর্মকর্তা স্বপন এল গমেজ।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক করা হয়। এদের মধ্যে মুদি ব্যবসা ও গবাদি পশুপালনের জন্য ৪ জন প্রতিবন্ধীকে ৮,০০০ টাকা হাজার, প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য ২০ জনকে ১৭০০ টাকা, প্রোটিন খাবারের জন্য ৫ জনকে ১০০০ টাকা,হুইল চেয়ার, কৃত্রিম পা ও ক্রাব ৩ জনকে প্রদান করা হয়।

 

 

 

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top