ধামইরহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৪ ১৫:০৪; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০৭:০৯

ছবি: সংগৃহিত

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার রাতে জামায়াতে ইসলাম ধামইরহাট শাখার স্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধামইরহাট প্রেসক্লাব,উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার পশ্চিম অঞ্চলের আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা ওলামা বিভাগের সভাপতি ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আবু সালেহ্ মুসা, ধামইরহাট ইউনিয়নের আমির ইউনুছার রহমান, ওলামা বিভাগের সভাপতি আব্দুল কাহার সিদ্দিক প্রমুখ।

দীর্ঘ ১৭ বছর পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা জানান আগামী নির্বাচনে জামায়াত পুরোপুরি ভাবে প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে ইসলামী কল্যাণমূখী, দূর্নীতিমুক্ত ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে স্থানীয় সাংবাদিকদের সহযোগীতা কামনা করা হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top