রাজশাহীতে হামাস প্রধানের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪ ১৮:৫৫; আপডেট: ২০ অক্টোবর ২০২৪ ১৯:৩১

ছবি: সংগৃহিত

ফিলিস্তিনের হামাস প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুতে রাজশাহীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে কাদিরগঞ্জের হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে রাজশাহী মহানগরী ছাত্রশিবিরের উদ্যোগে এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় গায়েবানা জানাজায় বক্তব্য প্রদান করেন, রাজশাহী মহানগরীর জামায়াতের আমীর মাওলানা ড. কেরামত আলী ও সেক্রেটারি এমাজ উদ্দীন মন্ডল, সহ: সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুন মুফাসসিরিন মাওলানা রুহুল আমীন, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি মো: সিফাত উল আলম, শিবিরের সাবেক সভাপতি গোলাম মর্তুজা, হাফেজ খাইরুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমন।

এছাড়াও ছাত্রশিবিরের বিভিন্ন নেতাকর্মী এবং এই এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা এ জানাজায় অংশগ্রহণ করেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top