ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের মায়ের জানাজা অনুষ্ঠিত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪ ২০:২২; আপডেট: ৮ আগস্ট ২০২৫ ১৭:০০

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের মায়ের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে নাটোরের বড়াইগ্রামের শিবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মরহুমার মেজ ছেলে, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগরীর আমির ড. কেরামত আলী, নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, পাবনা জেলা আমির আবু তালেব মণ্ডল, নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব, মরহুমার বড় ছেলে জিল্লুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয়, মহানগর, শহর ও জেলা পর্যায়ের দায়িত্বশীলরা জানাজায় অংশ নেন।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মরহুমার জীবন ও অবদানের ওপর নেতারা সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: