রাজশাহীর পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তোলার ঘোষণা ইসলামী আন্দোলনের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৫ ২৩:২৩; আপডেট: ১৪ মে ২০২৫ ০৪:২৭

রাজশাহীর পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১৩ মে) জেলায় দলটির সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
এদিন বিকেলে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জেলা ও মহানগর শাখার আয়োজনে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের নেতৃত্বে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান হয়েছে বলে এ সময় দাবি করেন সংগঠনটির নেতারা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সভাপতিত্ব করেন সংগঠনটির মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ।
সেখানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মো. আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. নুরুন নাবী, রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি। এদেশ পরিবর্তন আমাদেরই করতে হবে। এ দেশে জন্মগ্রহণ করেছি, এ দেশ আমার।’
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, ‘বারবার আমাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে বেগমপাড়া করেছে। ওরা বারবার ধোকা দিয়ে ব্যক্তিস্বার্থ বাস্তবায়ন করেছে। আমরা চাই, রাষ্ট্রীয়ভাবে যেটা থাকবে সেটা ইসলাম। আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। যারা দেশ ও ইসলামকে ভালোবাসে তারা ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকে পড়ছে। ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদের জন্যই আমাদের প্রতিষ্ঠা।’
গণঅভ্যুত্থান নিয়ে তিনি বলেন, ‘মেধাবী ছেলেরা যখন আন্দোলনের ডাক দিয়েছিল; তখন কে মাঠে নামবে কে নামবে না, এসব আমরা না ভেবে আমরা আমাদের ব্যানার নিয়ে গুলির মুখে নেমেছিলাম। আমরা ইসলামের জন্য রাজনীতি করি।’
আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে বিএনপি কৌশলী অবস্থান নিয়েছে উল্লেখ করে রেজাউল করীম বলেন, ‘যারা নাকি কৌশল করছেন, এটা মানুষ দেখতে চায় না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তাদের শাসন দেখেছি। নতুনভাবে তাদের আর দেখার কিছু নাই। এখন যেটা আদর্শ হবে সেটা ইসলাম। সামনে ইসলামী শরীয়া বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।’
আপনার মূল্যবান মতামত দিন: