রাজপাড়ায় জামায়াতের নির্বাচনী গণসংযোগ
পবা প্রতিনিধি: | প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ ২১:১৫; আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ০২:৩৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানার উদ্যোগে ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করা হয়েছে।
আজ (২৫ আগস্ট) সোমবার বিকেলে নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর।
এছাড়াও নির্বাচনী গণসংযোগে অংশ নেন- জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক মোঃ কামরুজ্জামান সোহেল, রাজপাড়া থানা আমির অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম মনি, সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান সহকারী সেক্রেটারি মোঃ বাবর আলী লিটন ৩ নং আমির মোঃ মনিরুজ্জামান সেনটু ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ নুরে আলম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জাকিউর রশিদ সঞ্জু সহ অসংখ্য নেতা-কর্মী।
দাশপুকুর বাকির মোড়, প্যারামেডিকেল এলাকা, আইডি সংখ্যালঘু এলাকা (হরিজন পল্লী), সহ আশেপাশের এলাকায় গণসংযোগ পরিচালিত হয়। সংখ্যালঘু সম্প্রদায় সহ স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত সমর্থন পরিলক্ষিত হয়।
সংযোগে অধ্যাপক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। সমাজে সৎ লোকের শাসন কায়েম হলে মুসলিম-অমুসলিম সংখ্যালঘুসহ সকলেই শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ ।
আপনার মূল্যবান মতামত দিন: