রাসূল ( সা:) জীবন আদর্শই আমাদের পাথেয়: ডা. জাহাঙ্গীর

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৪; আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৬

- ছবি - ইন্টারনেট

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব তাঁর জীবন আদর্শ আমাদের পাথেয়। তিনি ছিলেন মুসলিম জাহানের পথ নির্দেশক। আমরা তাঁর জীবন আদর্শকে ধারণ করে দুনিয়ার জিন্দেগিকে সাজাতে চাই।

মঙ্গলবার সন্ধ্যায় দাওয়াতুল ইসলাম ট্রাস্ট কার্যালয়ে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী প্রকৌশলী থানার উদ্যেগে সীরাতে রাসূল (সাঃ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

রাজশাহী মহানগরীর প্রকৌশলী থানার সভাপতি ইঞ্জিনিয়ার আবুবকর এর সভাপতিত্বে ও প্রকৌশলী দেওয়ান নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী অধ্যক্ষ শাহাদাত হোসাইন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top