হরতালের নতুন তারিখ ঘোষণা করল জামায়াত

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩ ২১:৫৪; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০২:৪০

ছবি: ফাইল

আগামীকাল সোমবার নয়, আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হরতাল পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গ্রেফতার, জুলুম-নির্যাতন ও একদলীয় নির্বাচনের প্রতিবাদে ১৮ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।

হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে সরকার পতনের চলমান আন্দোলনের অংশ হিসেবে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল একদিন পিছিয়েছে বিএনপি। আজ রোববার দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত জরুরি বার্তায় বলা হয়- ‘ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে আগামীকাল ১৮ ডিসেম্বর ২০২৩, সোমবার এর পরিবর্তে আগামী ১৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার পালিত হবে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।’

সূত্রে জানা গেছে, কাতারের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশে শোক পালনের ঘোষণা দেওয়ায় বিএনপির হরতাল তারিখ পেছানো হয়েছে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top