কোটা আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতাসহ আটক ৫
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪ ১১:৩৭; আপডেট: ২ মে ২০২৫ ০৫:৩০

চলমান শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া ও আন্দোলনকে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমানসহ ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে জেলা শহর মাইজদী হাসপাতাল সড়ক থেকে তাদের আটক করা হয়।
সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে হাসপাতাল সড়কের একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কোটা বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া ও আন্দোলনকে ঘিরে নাশকতার পরিকল্পনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে ওই স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নোমানসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দিয়ে বুধবার সকালে জেলা কারাগারে পাঠানো হবে।
আপনার মূল্যবান মতামত দিন: