হেফাজতের নামে সমন্বয়কারীদের আটকে রাখা হয়েছে: জিএম কাদের

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৪ ১৯:১২; আপডেট: ২ মে ২০২৫ ০৫:৫১

ছবি: সংগৃহিত

কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কারীকে হেফাজতের নামে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুলাই) এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘বাংলাদেশ প্রজাতন্ত্র, এখানে দেশের মালিক জনগণ। দেশের সব ক্ষমতার মালিকও জনগণ। সরকারের বিরুদ্ধে সমালোচনা বা প্রতিবাদের অধিকার প্রতিটি নাগরিকের আছে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘অহিংস প্রতিবাদকে রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করার বা সেই দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং প্রতিরক্ষা বাহিনীকে ব্যবহার করে সহিংসভাবে মোকাবিলার অধিকার সরকার বা সরকারি দলের নেই। সে কারণে শুধু ছাত্র নয়... কোনও আন্দোলন দমাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করতে পারে না।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘নিরাপত্তা হেফাজতের নামে বেশ কয়েক দিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ককে ডিবি অফিসে আটকে রাখা হয়েছে। তাদের পরিবার ও স্বজনদের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি... এ জন্য স্বজনদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। আবার ডিবি হেফাজতে থেকেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তারা।’

জাপা চেয়ারম্যানের দাবি, সাধারণ ছাত্ররা মনে করছে, গোয়েন্দা সংস্থা বলপূর্বক এবং ভয়ভীতি দেখিয়ে তাদের বাধ্য করছে। এ কারণে সাধারণ ছাত্ররা আটক সমন্বয়কদের সেই ঘোষণা প্রত্যাখ্যান করেছে। দিনের পর দিন নিরাপত্তার নামে সাধারণ ছাত্র ও তাদের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখাকে আমরা আইনসম্মত মনে করি না।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top