এতদিন আপনাদের দাবি-দাওয়া কোথায় ছিল, প্রশ্ন জামায়াত আমিরের
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪ ১৭:০৪; আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৮:১৮
-2024-08-26-17-03-33.jpg)
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরতদের উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এতদিন আপনাদের সবার দাবি-দাওয়া কোথায় ছিল?
সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সচিবালয়ে রোববারের (২৫ আগস্ট) অপ্রীতিকর ঘটনা নিয়ে জামায়াত আমির বলেন, আনসার সদস্যরা গায়ের জোরে সচিবালয়ে ঢুকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন। ছাত্ররা শান্ত করতে গিয়ে উল্টো মারধরের শিকার হন। এরপর ছাত্ররা তাদেরকে প্রতিরোধ করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, গণবিপ্লব বাধাগ্রস্ত করতে যারাই এগিয়ে আসবে তাদেরকে প্রতিরোধ করা হবে। জনগণ তাদেরকে রুখে দেবে।
সবাই এক মাস ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এক মাস সবাই ধৈর্য ধরেন। এরপর নিয়ম অনুযায়ী দাবি-দাওয়া তুলে ধরুন।
এ সময় প্রধান উপদেষ্টার ভাষণ দায়িত্বশীলতার পরিচয় পেয়েছে বলে উল্লেখ করেন জামায়াত আমির।
আপনার মূল্যবান মতামত দিন: