আ’লীগের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ: শিবির সভাপতি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪ ১৮:৪৯; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২২:১৪

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আ’লীগের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
রোববার (১০ নভেম্বর) রাজধানীর শাহবাগে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
মন্জুরুল ইসলাম বলেন, আজকে ঢাকাজুড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সভা-সমাবেশগুলো এটাই প্রমাণ করে যে, আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। গণরুম গেস্টরুম চাঁদাবাজি এবং নির্যাতনের মাধ্যমে ছাত্রলীগ বিগত ১৬ বছর ছাত্রদের মানবাধিকার হরণে জড়িত ছিল। জুলাই-আগস্ট বিপ্লব তখনই পরিপূর্ণতা পাবে যখন এতগুলো গণহত্যার সঠিক বিচার এবং তদন্তের মাধ্যমে আওয়ামী লীগকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।
সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচার জনরোষের সামনে দেশ ছেড়ে পালিয়েছে। আজ ১০ নভেম্বর, এই দিন স্বৈরাচার এরশাদ তিনজনকে হত্যা করে৷ তার মধ্যে একজন ছিলেন নুর হোসেন। অথচ এই নুর হোসেন যুবদলের কর্মী ছিলেন। তার রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ বিগত ১৬ বছরে স্বৈরাচার হয়ে বসল।
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলোয়ার হোসেন সাঈদী বলেন, শাহবাগের ইতিহাস আপনারা সবাই জানেন। এখানে প্রথমবারের মতো ইসলামবিরোধী শক্তি মব জাস্টিস তৈরি করে আমাদের মরহুম নেতাদের শহীদ করেছিল।
জামায়াত নেতা বলেন, ইতিহাসের নির্মম পরিহাস এই শাহবাগ থেকে কোটা আন্দোলন উঠে এসে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এটাই আল্লাহর ফয়সালা। আওয়ামী লীগ জুলাই বিপ্লবে ২০০০ এর বেশি মানুষ হত্যা করেছে। এই খুনি হাসিনা ভারতের মাটিতে বসে আবার স্বপ্ন দেখছে ফিরে আসার। আমরা তা শক্তভাবে প্রতিহত করব।
আপনার মূল্যবান মতামত দিন: