মত প্রকাশের স্বাধীনতার সরকার গঠন করতে চায় বিএনপি: তারেক রহমান
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৪ ২২:৫২; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৬:৫৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি চায় সবদলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যেখানে সবাই মতামত প্রকাশ করতে পারবে। দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলে দেশ পুনর্গঠন করা সম্ভব হবে।
রবিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে রংপুর ও বরিশাল বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে জুলাই-আগষ্টসহ গত ১৫ বছরের শহীদদের স্মরণে স্থাপনা তৈরিসহ প্রতিটি শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষার মাধ্যমে জনশক্তিতে পরিণত করা হবে, যেন বেকারত্ব না থাকে।
রংপুর শিল্পকলা অডিটোরিয়ামে মহানগর বিএনপির এ আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সুলতান সালাউদ্দিন টুকু। সভাপতিত্ব করেন বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বরিশাল শিল্পকলা একাডেমিতে কর্মশালায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
আপনার মূল্যবান মতামত দিন: