আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে ‘নতুন ইতিহাস’ ইসির

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৫ ১৯:০৩; আপডেট: ১৪ মে ২০২৫ ০০:৫৯

- ছবি - ইন্টারনেট

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রমে সরকার নিষেধাজ্ঞা দেওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) দলটির নিবন্ধন স্থগিত করেছে। দল হিসেবে নিষিদ্ধ না হওয়া সত্ত্বেও প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত করল ইসি।

যা নির্বাচন কমিশনের ইতিহাসে এর আগে আর কখনো ঘটেনি। এর মধ্য দিয়ে ভোট থেকেও ছিটকে পড়ল দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া প্রাচীন দল আওয়ামী লীগ।

ইসি কর্মকর্তারা বলেন, আওয়ামী লীগই প্রথম দল যার নিবন্ধন বাতিল না করে স্থগিত করা হয়েছে। শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে আমরা নিবন্ধন বাতিল করে থাকি।

এছাড়া সরকার কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করলে সেই দলের নিবন্ধন বাতিলের বাধ্যবাধকতা থাকে। নিবন্ধন স্থগিতের ঘটনা আগে ঘটেনি। একমাত্র আওয়ামী লীগের সব কার্যক্রম সরকার নিষিদ্ধ করায় কমিশনও প্রথমবারের মতো দলের নিবন্ধন স্থগিতের মতো সিদ্ধান্ত নিলো।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top