ভারত আমাদের ওপর তাবেদারী করলে আমরা তা মেনে নেব না: নাহিদ
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ জুলাই ২০২৫ ১৮:৪০; আপডেট: ১০ জুলাই ২০২৫ ০৫:৩১

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশ গড়তে মাসব্যাপী পদযাত্রার নবম দিনে বুধবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পদযাত্রা করেছে। চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দেন।
নাহিদ ইসলাম বলেন, "শেখ হাসিনার নির্দেশে ছাত্রদের ওপরে গুলি চালানো হয়েছিল। সেই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। ভারত কখনোই আমাদের মিত্র নয়। ভারতের সীমান্তরক্ষীরা খুনিতে পরিণত হয়েছে। তারা একের পর এক মানুষ হত্যা করে চলেছে। গতকালও চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে একজনের লাশ পাঠিয়েছে বিএসএফ।"
তিনি আরো বলেন, "দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্যসহ সব ধরণের সেবা পাওয়ার অধিকার আছে। ভারতের সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ হয়নি। মুক্তিযুদ্ধের ৫৪ বছরেও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমরা জুলাই ঘোষণাপত্র তৈরি করবো। সেই ঘোষণাপত্রের আলোকে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে।"
পদযাত্রায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ন সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুয়াডাঙ্গা জেলা সমন্বয়কারী আমিরুল বাসার বিপ্লব, সহ সমন্বয়কারী আমির হাসার সুমীর, চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাফফাতুল ইসলাম, সদর উপজেলা সদস্য সচিব ফাহিম উদ্দিন মুভিন প্রমুখ।
চুয়াডাঙ্গা শহরে পদযাত্রার আগে আলমডাঙ্গায় পদযাত্রা শেষ করে জীবননগর উপজেলায় পদযাত্রা করে এনসিপি।
আপনার মূল্যবান মতামত দিন: