ধামইরহাটে বিএনপির নেতাকর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ২০:২৩; আপডেট: ১৫ জুলাই ২০২৫ ০১:৩৬

- ছবি - ইন্টারনেট

নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র বিরোধী ভোটার তালিকা প্রনোয়ণ, বিশেষ এক মহলকে বিজয়ী করার হীনষড়যন্ত্র ও ত্যাগী কারানির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সু-কৌশলে রাজনীতি থেকে বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টায় ধামইরহাট উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী ও সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিনের নেতৃত্বে দলের ত্যাগী ও বঞ্চিত কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র মো. রেজুয়ান হোসেন রনজু, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি মোসা. বেলী খাতুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নওগাঁ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন জাবেদ প্রমুখ।

উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী আলহাজ্ব মো. রুহুল আমিন জানান, আসন্ন আগামি ১৯ জুলাই ধামইরহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলরকে কেন্দ্র করে গত ১৩ জুলাই রবিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নওগাঁ জেলা বিএনপির সদস্য মো. এমদাদুল হক মুকুল।

প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা গত ১৭ বছরে কোন আন্দোলন সংগ্রামে ছিলনা। পাশাপাশি উপজেলা বিএনপির আহবায়ক এবং যুগ্ম আহবায়ক সাক্ষরিত প্রতিটি ইউনিয়নের কমিটি প্রকাশ করা হলে সেই কমিটি বাতিল করে নওগাঁ জেলা বিএনপি তাদের সুবিধার্থে তাদের মনমতো লোকজন দিয়ে কমিটি তৈরি করেছেন।

এই কমিটিতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নাম নেই। আমি নওগাঁ জেলা বিএনপি ও নির্বাচন পরিচালনা কমিটির নিকট দলের ত্যাগী নেতাকর্মীদের নামগুলো পূণরায় অন্তভূক্ত করার দাবি জানাচ্ছি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top