অলির এলডিপিও সংলাপে যাচ্ছে না

রাজ টাইমস | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২ ২১:১০; আপডেট: ৯ আগস্ট ২০২৫ ০৬:২২

কর্নেল (অব.) অলি আহমদ। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপকে ‘টি উইথ আবদুল হামিদ’ বলে উল্লেখ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এ সংলাপে অংশ নেবেন না বলেও জানান তিনি। গতকাল বুধবার ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

এর আগে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপের আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। এ ছাড়া বিএনপি আগেই সিদ্ধান্ত নিয়েছে এই সংলাপে অংশ নেবে না।

এলিডিপির সভাপতি অলি আহমদ বলেন, এর আগেও তিনি রাষ্ট্রপতির ডাকে সংলাপে গিয়েছিলেন। কিন্তু সেগুলো ছিল ‘চা পার্টি’।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top