বাঘা জামায়াতের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৩ ০৫:২৬; আপডেট: ৮ আগস্ট ২০২৫ ১৭:০৮

রাজশাহীর বাঘায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকরা মামলায় মাওলানা ওয়াজেদ আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার জোতরাঘব গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
গত বৃহসপতিবার রাত সোয়া ৮টায় নিজ গ্রামের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওয়াজেদ আলী পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। সে জামায়াতের রাজনীতির সাথে জড়িত। বাঘা থানা পুলিশ গণমাধ্যম কর্মীদের জানায়, তার কাছ থেকে জামায়াতের দলীয় বই, সদস্য ফরম,অর্থ আদায়ের রশিদ বহি উদ্ধার করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: