গোমস্তাপুরে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৭ মে ২০২৪ ২২:২৫; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৯:৪৩

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে চৌডালা ইউনিয়নের মমিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হচ্ছে-দাউদ আলীর ছেলে মো.ফাহিম আলী (৩) ও মফিজুল ইসলামের মেয়ে ফারহানা (৪)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে হয়। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। একই পরিবারের দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছেয়া নেমে এসেছে।

গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.ময়েন উদ্দিন বলেন, স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে। শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। এদিকে পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় বিকেলেই মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top