রাজশাহীর আমের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৫ ১৭:৪০; আপডেট: ৮ মে ২০২৫ ০৯:৩৪

রাজশাহী জেলার আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসক।
বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত পর্যবেক্ষণ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা। গত বছরও গুটি আম পাড়ার শুরুর সময় ছিল ১৫ মে। তার আগের বার ছিল ৪ মে।
আগামী ২০ মে থেকে পাড়া যাবে গোপালভোগ, রাণীপছন্দ বা লক্ষণভোগ আম। ২৫ মে থেকে হিমসাগর বা খিরসাপাত আম পাড়া যাবে। ল্যাংড়া ১০ জুন, আমরুপালি ও ফজলি ১৫ জুন, ৫ জুলাই বারি আম-৪, আশ্বিনা ১০ জুলাই ও গৌড়মতি ১৫ জুলাই পাড়া যাবে। এছাড়া সারাবছর পাড়া যাবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম।
এ বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রা দুই লাখ ৬০ হাজার ছয় টন।
সভায় জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আগামী ১৫ মে থেকে সব ধরণের গুটি আম পাড়তে পারবেন চাষিরা। যদি কোনো ধরণের দুর্যোগ হয়, সেক্ষেত্রে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে আগাম আম পাড়তে পারবেন।
আপনার মূল্যবান মতামত দিন: