বাঘায় মুসলিম এইড’র গাছের চারা বিতরণ
মোঃ লালন উদ্দীন | প্রকাশিত: ৭ আগস্ট ২০২৫ ২০:০৩; আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৮

রাজশাহীর বাঘায় মুসলিম এইড এর উদ্যোগে জুলাই পুনর্জারণ ও তারুণোর উৎসব ২০২৫ উদর্যাপন উপলক্ষে বৃহস্পতিবার (৭আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের একশতাধিক ছাত্রীদের মাঝে বিভন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। মুসলিম এইড বাংলাদেশ বাঘা শাখার আয়োজনে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুসলিম এইড বাংলাদেশ বাঘা শাখার ম্যানেজার আজগার আলীর সভাপতিত্বে মুসলিম এইড বাংলাদেশ এর বিভিন্ন উন্নয়ন সেবা মূলক কর্মকান্ড ও বৃক্ষরোপন সম্পর্কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘা উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা মহিলা বানিজ্যিক কলেজের সহকারী অধ্যাপক সাবদার হোসেন, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক বাবু পরিমল চন্দ্র।
উপস্থিত ছিলেন মুসলিম এইড বাংলাদেশ লালপুর শাখার ম্যানেজার ইসমাইল হোসেন, সাংবাদিক লালন উদ্দীন প্রমুখ। অতিথিরা একশতাধিক ছাত্রীদের মাঝে মেহগনী, পিয়াঁরা, আমরা গাছের চারা হাতে তুলে দেন।
আপনার মূল্যবান মতামত দিন: