নূরের গুলিবিদ্ধ হওয়ার খবর সঠিক নয়: ছাত্র পরিষদ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২১ ২৩:৩০; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ০১:০৬
-2021-03-25-17-30-10.jpg)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন বিরোধী মিছিলকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে মোদিবিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর আহত হয়েছেন। তার গুলিবিদ্ধ হওয়ার খবরটি সঠিক নয়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নূর পুলিশের ছোড়া টিয়ারশেলে আহত হয়েছেন, গুলিবিদ্ধ হননি।
ঘটনা পরবর্তী ফেসবুকে নুরুল হক নূর নামের একটি পেজ থেকে ভিপি নুর গুলিবিদ্ধ উল্লেখ করে পোস্ট দিলে গুজব ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মিছিলে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: