অ্যাপলে ‘ফরেস্ট গাম্প’–এর বিনিয়োগে যে ভুল ছিল

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১ ০০:২৬; আপডেট: ৮ আগস্ট ২০২৫ ১৭:০৮

সংগৃহীত ছবি

সিনেমা হিসেবে ‘ফরেস্ট গাম্প’ চমৎকার। নামভূমিকায় টম হ্যাঙ্কস দর্শকের মনে গেঁথে আছেন এখনো। তবে তার মানে এই নয় যে সিনেমাটি নিখুঁত। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে এখানে।

সিনেমার একপর্যায়ে ফরেস্ট গাম্পের কাছে একটি চিঠি আসে। সেটি খুলে তিনি জানতে পারেন, তার বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার লেফটেন্যান্ট ড্যান টেইলর ‘কোনো ধরনের ফলের প্রতিষ্ঠানে’ অর্থ বিনিয়োগ করেছেন।

যাঁরা সিনেমাটি দেখেননি, তাঁদের জন্য বলে রাখি, ভিয়েতনাম যুদ্ধে ফরেস্ট যে প্লাটুনে ছিলেন, ড্যান ছিলেন সেটির নেতৃত্বে। পরবর্তী সময়ে চিংড়ি আহরণের ব্যবসায় তারা অংশীদার হন। আর সেই ব্যবসায়ের আয় থেকে অর্থ বিনিয়োগ করেন অ্যাপল কম্পিউটারে। ফরেস্টের ভাষায়, ফলের প্রতিষ্ঠানটি আদতে ম্যাক, আইফোন বা আইপ্যাড নির্মাতা অ্যাপল ইনকরপোরেটেড।

এটুকু না হয় মানা গেল। তবে ফরেস্ট গাম্প যখন চিঠি খুললেন, শুরুতেই ছিল অ্যাপলের রঙিন ডোরাকাটা লোগো। ঠিক তার নিচে প্রতিষ্ঠানের নাম ‘অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড’ এবং এরপর তারিখ দেওয়া ছিল ১৯৭৫ সালের ২৩ সেপ্টেম্বর।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top