ফোন কল রেকর্ড করছে কি না বুঝবেন যেভাবে
রাজ টাইমস | প্রকাশিত: ১ জুন ২০২২ ০৪:২৬; আপডেট: ৮ আগস্ট ২০২৫ ১৩:৫৪

কাজের প্রয়োজনে অথবা আড্ডা, প্রতিনিয়তই আপনি মোবাইল ফোনে কথা বলছেন। মাঝে মাঝে হয়তো রেগে গিয়ে বেফাঁস কথাবার্তা বলে নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন।
ফোনের অপর প্রান্তের মানুষটি চুপিসারে কল রেকর্ড করছেন কী না, তা খুব সহজেই আপনি ধরতে পারবেন। তিনটি সংকেত রয়েছে, যা আপনার সন্দেহকে সত্যি করে দেবে। চলুন জেনে নেওয়া যাক।
১। নিয়মিত বিপ শব্দ- অনুমতি না নিয়ে কল রেকর্ড করা বেআইনি। তাই, অনেক ফোনেই কল রেকর্ড হলে নিয়মিত বিপ শব্দ শোনা যায়।
২। কয়েক সেকেন্ড অন্তর অন্তরই এই শব্দ শোনা যাবে- ফোন কলে কথা বলার সময় এমন বিপ আওয়াজে বুঝতে হবে, কল রেকর্ড হচ্ছে।
৩। কলের শুরুতেই লম্বা একটা বিপ শব্দ- অনেক সময় কল রেকর্ড হলে ফোন ধরার সঙ্গে সঙ্গেই একটা লম্বা বিপ শব্দ শোনা যায়। এই শব্দে নিশ্চিত হতে হবে যে, কল রেকর্ড হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: