একদিনে দুই রাবি শিক্ষার্থীর মৃত্যু
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০ ০০:৫৮; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১০:৫৮
-2020-11-21-18-57-02.jpg)
একই দিনে প্রাণ হারিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ব্রেইনস্ট্রোক জনিত কারণে ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী লিয়ন ইসলাম ও রাত ১০টায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ফিন্যান্স বিভাগের (২০১০-১১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাদী হাসান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
শুক্রবার দুপুর ১২টায় হঠাৎ অচেতন হয়ে পড়েন লিয়ন ইসলাম। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ৮টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
প্রয়াত লিয়ন ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার কবিরাজহাট এলাকার গোপালপুরের বাসিন্দা ইউনুস আলীর ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের আবাসিক ছাত্র ও রক্তদাতা সংগঠন বাঁধন'র হল শাখা সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে লিয়নের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মর্তুজা খালেদ। তিনি বলেন,‘লিয়নের মৃত্যুর খবর জেনেছি। তার অকাল মৃত্যুতে আমরা ইতিহাস বিভাগের সকলে শোকাহত। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
অন্যদিকে, দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভোগা মাহাদী করোনায় আক্রান্ত হলে অবস্থার অবনতি হলে গত ১০ নভেম্বর আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহাদীর বাড়ী যশোর জেলায় বলে জানা গেছে।
দুই শিক্ষার্থীর এমন অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: