ইবি আবৃত্তি আবৃত্তির নেতৃত্বে নওশীন ও সাগর

ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৪ মে ২০২৫ ১৫:০১; আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ০৩:২০

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাহিত্য ও সংস্কৃতিক সংগঠন আবৃত্তি আবৃত্তির ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নওশীন পর্ণিনী সুম্মা এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল মাজেদ সাগর মনোনীত হয়েছেন। 

গতকাল সোমবার সংগঠনটির উপদেষ্টারা এই কমিটির অনুমোদন দেয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মুক্তারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সুইটি পাল, সাংগঠনিক সম্পাদক ফারহানা ইবাদ রিয়া, অর্থ সম্পাদক সূচনা ত্রিপুরা, দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক মুহিববুল্লাহ নোমান, সাহিত্য সম্পাদক তৃপ্তি ঘোষ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইনসানুল ইমাম ও সহপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রাফিদা জামান মিথিলা। এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, তানজিমা শিকদার তনু ও মায়শা খাতুন।

নতুন কমিটি দায়িত্ব গ্রহণ উপলক্ষে সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা বলেন, ‘ইবি আবৃত্তি আবৃত্তিকে এগিয়ে নিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের লক্ষ্য থাকবে গুণগত আবৃত্তি চর্চার মাধ্যমে ক্যাম্পাসে সাহিত্য-সংস্কৃতির বিকাশ ঘটানো।’

উল্লেখ্য, ইবি আবৃত্তি আবৃত্তির ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় সাংস্কৃতিক সংগঠন। যা আবৃত্তি শিল্পের প্রসারে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top