ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৫ শিক্ষার্থীরা
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ২৪ মে ২০২৫ ২০:৩৭; আপডেট: ২৫ মে ২০২৫ ০১:৪৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারে মতো কৃতি শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। এতে আটটি অনুষদের সর্বোচ্চ ফল অর্জনকারী ৩৫ শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।
শনিবার (২৪ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আট'টি অনুষদের প্রতি প্রথম তিনজনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ডিন’স অ্যাওয়ার্ড কমিটি। অনুষ্ঠানটি পরিচালনায় থাকবেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড.মো. মনজুরুল হক।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিন'স কমিটির সভাপতি ও আহ্বায়ক এবং ধর্মতত্ত্ব অনুষদের অধ্যাপক ড.আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী।
শিক্ষার্থীরা হলেন, ‘স্নাতক ধর্মতত্ত্ব ইসলামী শিক্ষা অনুষদের, ‘মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ আজম আহমেদ, নোমান ইবনে খয়র, মোহাম্মদ আনোয়ারুল কাবির, মোহাম্মদ আবদুল আহাদ, মাসুম বিল্লাহ, জানে আলম, মোঃ: রাসেল আহমেদ শাহীন, আহমাদ উল্লাহ।
কলা অনুষদের, ‘আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিহাব উদ্দিন, মোহাম্মদ শহীদুল ইসলাম, আব্দুল কাইয়ুম। সামাজিক বিজ্ঞান অনুষদের, ‘অর্থনীতি বিভাগের ইমরুল কায়েস, উন্নয়ন অধ্যায়ন বিভাগের আবু জাহিদ রায়হান, অর্থনীতি বিভাগের সুমাইয়া আফরিন। আইন অনুষদের, ‘আইন এবং ভূমি ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ তাহমিদ হাসান, এসএম নাহিদ হাসান জয়, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম। ব্যবসায় প্রশাসন অনুষদের, ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের মুশফিকা খানম, তাসনিম আরা, আঁখি খাতুন, আলামিন। বিজ্ঞান অনুষদের, ‘গণিত বিভাগের মশা রাবেয়া খাতুন, ভূগোল এবং পরিবেশ বিভাগের রুবাইয়াতুল ইসলাম জেরিন, ফারিয়া ইসলাম, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ওমর ফারুক এবং মোঃ লতিফুর রহমান।
প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদের, ‘তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল বিভাগের মোহাম্মদ শামীম সরকার, ফলিত রসায়ন ও রসায়নিক বিভাগের রুবাইয়া হাসনা, তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল বিভাগের শাফিকুর রহমান ফাহিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মারুফা ইয়াসমিন মিশু।
জৈবনিক বিজ্ঞান অনুষদের, ‘ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের বুলবুল সৈকত, জৈব প্রযুক্তি এবং জেনেটিক প্রকৌশল বিভাগের মাহাদী হাসান সজল, ফার্মেসী বিভাগের খাদিজাতুল সিমরান এবং সুরমা পারভীন।
ডিন'স কমিটির সভাপতি ও আহ্বায়ক এবং ধর্মতত্ত্ব অনুষদের অধ্যাপক ড.আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, ‘অনুষ্ঠানে স্বাভাবিক পরিস্থিতিতে সম্পন্ন হয়েছে। বিভিন্ন বিভাগ ও অনুষদে একক-যৌথভাবে ৩৫ জন শিক্ষার্থীকে ডিন'স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সার্টিফিকেট, মেডেল ও আর্থিক কিছু সম্মননা দেওয়া হয়েছে।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি প্রথমেই অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। তোমাদের সিভিতে আজকে থেকে একটি স্টার যুক্ত হলো। তোমরা প্রথম হয়েছ যোগ্যতার ভিত্তিতে। যেই যোগ্যতা প্রতিফলন তোমাদের কর্মক্ষেত্রে ঘটবে। তোমরা ভবিষ্যতে আরো উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে।
আপনার মূল্যবান মতামত দিন: