রাবির মাদার বখ্শ হলে ডা. রোকেয়া আবসার শিক্ষাবৃত্তি প্রদান

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ২৩:১২; আপডেট: ২০ জুলাই ২০২৫ ২৩:১৬

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের আবাসিক মেধাবী শিক্ষার্থীদের জন্য  ডা. রোকেয়া আবসার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

রোববার (২০ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে এক অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

এসময় মাদার বখশ হলের প্রাধ্যক্ষ প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ্ হোসাইন আহমদ মেহদীর সভাপতিত্বে আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক ড. ছালেকুজ্জামান খান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। তিনি বলেন, এই শিক্ষাবৃত্তি শুধুমাত্র মাদার বখশ হলেই সীমাবদ্ধ না রেখে তা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা প্রয়োজন। এটি শুধু আর্থিক সহযোগিতা নয়, বরং সম্মান ও অনুপ্রেরণার প্রতীক।

অনুষ্ঠানের এক পর্যায়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদার বখশ'র পরিবারের কাছে কৃতজ্ঞ। শিক্ষা উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীন খান বলেন, ব্যক্তি পর্যায়ের এমন শিক্ষাবৃত্তি দেশের কল্যাণে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে ।

এসময় ডা. রোকেয়া আবসারের ভাগিনা কাজী হা-মিম সালেহ বলেন, আগামী বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্যও পৃথক শিক্ষাবৃত্তি চালু করা হবে।

সভাপতির বক্তব্যে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ হোসাইন আহমদ মেহদী বলেন, ২০১২ সালে এই শিক্ষাবৃত্তি চালু হলেও এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। আমরা আশাবাদী এই শিক্ষাবৃত্তি আবারোও নিয়মিত প্রদান করা হবে। তিনি অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শাহ মোস্তার আহমদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ডা. রোকেয়া আবসারের উদ্যোগে শিক্ষাবৃত্তি পেয়েছেন তিনজন মেধাবী শিক্ষার্থী। তাদের মধ্যে ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের মো. রাকিবুল হাসান রাফি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের পরাগ দাস এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আব্দুল্লাহ আল-মাহমুদ। তাদের প্রত্যেককে বারো হাজার টাকা মাত্র এককালীন চেক এবং সনদ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রোকেয়া আবসারের ভাগিনা ও মরহুম মাদার বখশের পৌত্র জনাব কাজী হা-মিম সালেহ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top