প্রযুক্তি ও রোবোটিক্সে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে রাবিতে ROBOTIDE 2.0 আয়োজন

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৫; আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৬

- ছবি - ইন্টারনেট

প্রযুক্তি ও রোবোটিক্সে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি ও রোবোটিক্সের মহোৎসব “ROBOTIDE 2.0”।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম সায়েন্স বিল্ডিং-এর ৪০৩ নম্বর কক্ষে এই আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২টা সেগমেন্টে অনুষ্ঠিত হয়।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (IEEE) Robotics and Automation Society ও RUSBC-এর যৌথ আয়োজনে, BRACNet Limited-এর পৃষ্ঠপোষকতায় এবং Roboment-এর সহযোগিতায় এই আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত এ ওয়ার্কশপে ছিল কুইজ, বট ফাইট, টেকনিক্যাল সেশন এবং প্রজেক্ট ও রোবট (Soccer Bot) ডেভেলপমেন্ট কার্যক্রম। উদ্বোধনী বক্তব্য রাখেন IEEE RUSB কাউন্সেলর ড. মো. এমদাদুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন IEEE RAS RUSBC অ্যাডভাইজর ড. মো. আরিফুল ইসলাম নাহিদ এবং IEEE ফাউন্ডিং অ্যাডভাইজর ড. শামীম আহমেদ।

ওয়ার্কশপ পরিচালনায় ছিলেন Roboment থেকে আগত বিশেষজ্ঞ মেন্টরগণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সহ আরো কিছু বিদ্যালয়ের EEE, ICE, CSE,MSE, Physics, Mathসহ বিভিন্ন বিভাগের প্রায় ১২০ জন শিক্ষার্থী সকাল ও বিকালের দুই সেশনে অংশ নেন। তিন ঘণ্টাব্যাপী প্রতিটি সেশনে ছিল তাত্ত্বিক আলোচনা, হাতে-কলমে কয়েকটি প্রজেক্ট ( fire alarm, Automatic light, ldr sensor, ir sensor ) এবং সকার বট ডেভেলপমেন্ট কার্যক্রম। পরবর্তীতে আটটি গ্রুপকে দুই দলে ভাগ করে আটটি বটের অংশগ্রহণে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত ছিলেন IEEE RUSB, APS,WIE-এর এক্সিকিউটিভ সদস্য ও ভলান্টিয়াররা। সেশনের শেষে "Soccer Bot Competition" ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা রোবটের ডিজাইন ও কাঠামো নির্মাণ, মোটর, সেন্সর ও কন্ট্রোল সিস্টেমের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি টিমওয়ার্ক, সমস্যা সমাধান, প্রতিযোগিতামূলক দক্ষতা ও নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া প্রয়োগের সুযোগ পাবে।

অংশগ্রহণকারীদের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা রোবোটিকস সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারছি। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবিক জ্ঞান অর্জন করাও সহজ হবে। কারণ আমরা বইয়ে যা পড়ি, তা বাস্তবে প্রয়োগ করতে পারলে আমাদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে।


উদাহরণস্বরূপ, ঘরের লাইট বন্ধ করতে ভুলে গেলেও অটোমেটিকভাবে লাইট বন্ধ হয়ে যাবে—এ ধরনের প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে উপকারে আসবে। আমরা চাইবো, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম আরও বড় পরিসরে আয়োজন করা হোক, যাতে শিক্ষার্থীরা বাস্তব অর্থে জ্ঞান অর্জন করতে পারে।

আয়োজক কমিটির সদস্য মো. জাবির মাহমুদ বলেন, আজকের এই কর্মশালাটি রোবোটিক্স সম্পর্কে আমাদের প্রযুক্তিগত ব্যবহারকে উন্নত করবে। বর্তমান বিশ্বের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আজ রোবট দ্বারা পরিচালিত হচ্ছে। সেই বিবেচনায় আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করেছি।

এখানে তারা রোবট ডেভেলপমেন্ট ও প্রোজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারছে। তারা সার্কিট বোর্ড তৈরি করছে, বিভিন্ন সেন্সর বানাচ্ছে এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কর্মশালার শেষ দিকে কুইজ অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

উল্লেখ্য, প্রযুক্তি ও রোবোটিক্সে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং উদ্ভাবনী সমাধান উপস্থাপনের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তবিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top