আচরণবিধি লঙ্ঘন হলেও ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন: কাদের
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৭; আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫০

প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের।
তিনি বলেন, অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেছে। এক্ষেত্রে অনেকে টোকন দিয়ে ভোট চেয়েছে। ফলে ভোটারদের সমস্যা হচ্ছে। কমিশনকে জানানোর পরও কোনো পদক্ষেপ নিচ্ছে না। নির্বাচন কমিশন যদি যথাযথ দায়িত্ব পালন করতেন, তাহলে ভোটাররা আরো সুন্দরভাবে ভোট দিতে পারতেন। কমিশন নির্বিকার ভূমিকা পালন করে যাচ্ছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভূতত্ব ভোট কেন্দ্র পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, নানাজন আশঙ্কা করেছে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসবে কিনা কিন্তু সেটা উড়িয়ে সবাই ভোট দিতে আসছে। আর একদম ৮টা বাজে আবাসিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চলে এসেছে।
তিনি বলেন, ভোটারদের এখন পর্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছি। ভোটাররা অবশ্যই যোগ্য প্রার্থীকে বেছে নিবেন। কোনো চটকদার কথায় তারা ভোট দেবেন না। আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী।
কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ ভাই আচরণ লঙ্ঘন ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন। এছাড়া সিনেটে গিয়ে দেখি ছাত্রদলের দুই প্রার্থী ভোটারকে টানাটানি করছে। নির্বাচন কমিশনকে জানানোর পরও বিষয়টি আমলে নেননি। নির্বাচন কমিশনের দায় এড়ানো আশঙ্কাজনক।
মাঠ পর্যায়ের বিশৃঙ্খলার কথা টেনে তিনি বলেন, মাঠ পর্যায়ের বিশৃঙ্খলা নিয়ে এখন পর্যন্ত শঙ্কায় আছি। ব্যালট বাক্স স্বচ্ছ থাকার কথা কিন্তু সে জায়গায় দেখছি টিনের বাক্স। সেটা নিয়ে একটা সন্দিহান রয়েছে। এখনো সময় আছে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার।
১০০ গজের মধ্যে যারা ভোট চাচ্ছেন এতে ভোটাররা প্রভাবিত হবে না বলেও জানান তিনি। তিনি বলেন, গতকাল রাতেই তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভোটারদের টানাহেঁচড়ার করছে এটার জন্য সমস্যা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: