ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ কাল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২১ ০৬:৪৩; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৩:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার দুপুরে প্রকাশিত হবে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘খ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান ফলাফল প্রকাশ করবেন। ওয়েবসাইট ছাড়াও এসএমএস-এর মাধ্যমে ফলাফল দেখা যাবে।
উল্লেখ্য, এবার ‘খ’ ইউনিটে সর্বমোট ৪৭ হাজার ৬৩২ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার ৮৫০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৫২, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৭৭, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৭২, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২০৪, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
এ বছরের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আরো সাত বিভাগের সাতটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিষয়: ঢাবি ভর্তি পরীক্ষা ফল প্রকাশ
আপনার মূল্যবান মতামত দিন: