স্বাস্থ্যবিধি না মানায় নগরীতে ৭ জনের দণ্ড

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০ ২২:৫৩; আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ১২:২৩

ফাইল ছবি

 

কোভিড-১৯ মোকাবেলায় সরকার প্রদত্ত নির্দেশনা উপেক্ষা করে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে রাজশাহীতে ৭ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

অভিযানটি মহানগর এলাকায় পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে সাত জনকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্ব অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, সকাল থেকে মহানগরের সাহেববাজার জিরোপয়েন্ট, আরডিএ মার্কেট ও বড়কুঠির সামনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ওপর অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

  • এসএইচ

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top