দুদকের মামলায়

কারাগারে রাজশাহীর সাবেক জেলা রেজিস্টার আজাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ১৮:০৫; আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৮:০৬

সংগৃহিত

রাজশাহীর সাবেক জেলা রেজিস্টার আবুল কালাম আজাদ দুদকের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আবুল কালাম আজাদ রাজশাহী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে আদালত তার জামিন আবেদন নাকোচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, সাবেক জেলার রেজিস্টার আবুল কালাম আজাদের বিরুদ্ধে ১ কোটি ২৮ লাখ ১২ হাজার ১৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলের অভিযোগ রয়েছে। আসামি আবুল কালাম আজাদের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার মিরপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার আসাদ অ্যাভিনিউয়ের ক্রিস্টাল ক্যাসেল নামের এক ভবনের নিজের ফ্লাটে বসবাস করেন। সম্পদ আত্মগোপনের দায়ে তার নামে মামলা দায়ের করেছিল দুদক।
ওই মামলায় আজ আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করে তার আইনজীবী। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের পিপি অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা জানান, রাজশাহী সাবেক জেলার রেজিস্টার আত্মগোপনে ছিলেন। তিনি আজকে জামিন আবেদন করেছিলেন। তবে আদালত তা জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top