প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১ ০০:৫৫; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ০৯:১২

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। বুধবার দুপুর ১২টায় নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাসিকের উদ্যোগে ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ১৭ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে একটি করে হুইল চেয়ার দেয়া হয়।
অনুষ্ঠানে রাসিকের ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরীয়তুল্লাহ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন, ইভেন্ট ম্যানেজমেন্টন ও ট্যুরিজম ম্যানেজার ফরহাদ হোসেন আদনান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: