তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় জাতীয় শিশু দিবস উদযাপন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২১ ০৪:০৪; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ০৭:৩১

সংগৃহীত ছবি

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী শাখার উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) মাদরাসা মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার সাংস্কৃতিক শিক্ষক ও নাযেমে তা’লিমাত মো: আসাদুজ্জামানের সঞ্চালনায় ও কো-অর্ডিনেটর আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, ঢাকার ফাউন্ডার ডিরেক্টর হাবীবুল্লাহ মুহাম্মদ আল আমীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুহাম্মদ মাসউদুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হাফেয জয়নাল আবেদীন, হোস্টেল সুপার রওশন আলমসহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকমন্ডলী।

অনুষ্ঠানে আলোচনা শেষে শিশুতোষ চলচ্চিত্র “দুরবীন” প্রদর্শিত হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

 

 

এসকে




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top