রামেক হাসপাতালে করোনায় ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২১ ০১:৫৩; আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ০৮:৫৪

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, নাটোরের ২ জন, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে আটজন করোনা পজিটিভ ও নয়জন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৯ জন। এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৪৫টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩০ দশমিক ৭৮ শতাংশ। এ ছাড়া নাটোরের ১৮৫টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের পজিটিভ আসে। সেখানে শনাক্ত হার ২৫ দশমিক ৯৫ শতাংশ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top