রাজশাহীতে বিদেশী মদসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২১ ০১:৩১; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ০৬:২৩

রাজশাহী মহানগরীতে বিদেশী মদসহ জুয়েল রানা (১৯) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবক আরএমপির কাটাখালি থানার দেওয়ানপাড়া গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে। গত বুধবার (২৮ জুলাই) বুধবার রাতে তাকে নগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর এলাকা থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে নগরীর রানীনগর এলাকায় বিদেশী মদসহ এক যুবক অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদসহ তাকে আটক করে। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: