মানবসৃষ্ট কারণে রাজশাহী অঞ্চলে কমেছে কাঠাঁল গাছ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুন ২০২২ ০৪:৪৮; আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ২২:৪৪

মধুমাসে এখান কাঁঠাল গাছ গুলোতে আশানুরুপ কাঁঠাল ধরেছে।

জাতীয় ফল কাঁঠাল। মানবসৃষ্ট কারণে রাজশাহী অঞ্চলে কমে গেছে কাঠাঁল গাছ।

পাশাপাশি ফলনের জন্য আম, লিচুর মতো কাঁঠাল গাছের যন্ত নেয়া হয়না। এই অঞ্চলে এক রকম অযন্ত-অবহেলায় কাঁঠাল গাছ গুলোতে ফল ধরে।

তবুও মধুমাসে এখান কাঁঠাল গাছ গুলোতে আশানুরুপ কাঁঠাল ধরেছে। ছবিটি রাজশাহী মহানগরীর টিটিসি থেকে তোলা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top