ধামইরহাটে যুবদল নেতা বাড়ি থেকে গরু চুরি
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫ ১৭:৫৫; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ২০:১১

নওগাঁর ধামইরহাটে যুবদল নেতা আনিসুর রহমানের বাড়ি থেকে রাতের আধাঁরে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত
শনিবার রাতে ধামইরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়জয়পুর এলাকা থেকে এ চুরির ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী ওই যুবদল নেতার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, জয়জয়পুর এলাকার মৃত আয়েজ উদ্দিন মন্ডলের ছেলে এবং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আনিসুর রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে বাড়ির মেইন গেটের তালা ভেঙ্গে শনিবার রাতে চোর চক্র গোয়ালে থাকা ১টি গাভি গরু ১টি বড় বকনা গরু এবং ১টি বাছুর গরু চুরি করে নিয়ে যায়।
চোরচক্র চুরি যাওয়া গরু গুলো একটি মিনি পিকআপ যোগে তাদের হেফাজতে নিয়ে যায়। এমন ঘটনা এখন প্রায় এলাকায় ঘটছে। এতে করে সাধারণ মানুষ এবং খামারিরা রয়েছে চরম আতঙ্কে। দ্রুত প্রশানরে নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসিদের।
ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, পুলিশ বিভিন্ন এলাকায় রাতে নিয়মিত ডিউটি পালন করে থাকেন। পুলিশের পক্ষে থেকে সব এলাকায় নজরদারী করা সম্ভব নয় চোরদলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: