ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:০১; আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১১
ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তে শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হয়। তাদের মধ্যে চারজন শিশু, চারজন নারী ও সাতজন পুরুষ।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তলুইগাছা বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল কাশেম জানান, সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এ সময় বিএসএফ ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করে। পরে রাত ১০টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
আটক এক ব্যক্তি বলেন, তারা ভারতের একটি শহরে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে মাইকিং করা হয়েছে। গত শনিবার সকাল ১০টার দিকে তারা আমুদিয়া বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: