বাংলাদেশ সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয়
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৫ ১৪:২০; আপডেট: ১০ মে ২০২৫ ১৯:৩৫

এমন এক সময়ে এই রাত্রিকালীন কারফিউয়ের সিদ্ধান্ত এল যখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে মেঘালয় কর্তৃপক্ষ।
শুক্রবার জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে। রাত্রিকালীন কারফিউয়ের এই আদেশ দুই মাস বলবৎ থাকবে।
আন্তর্জাতিক সীমান্ত রেখার জিরো লাইন থেকে ভারতীয় অংশে এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত এই কারফিউ কার্যকর হবে।
সীমান্তে অনুপ্রবেশ এবং গরু, পান-সুপারি, শুঁটকি মাছ, বিড়ি-সিগারেট, চা পাতার মত পণ্যের চোরাচালান ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো লিখেছে।
এমন এক সময়ে এই রাত্রিকালীন কারফিউয়ের সিদ্ধান্ত এল যখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।
এর মধ্যেই ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বিভিন্ন সীমান্ত পথে শতাধিক লোককে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত।
আপনার মূল্যবান মতামত দিন: