শৈলকুপায় সাপের কামড়ে সাপুরের মৃত্যু

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৫ ২২:৫৮; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ২৩:১৬

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া গ্রামে সাপের কামড়ে কাদের খন্দকার (৮০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

শনিবার(১০) মে বিকেলে এ ঘটনা ঘটে। মৃত সাপুড়ে শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া গ্রামের মৃত হাজারী খন্দারের ছেলে।

স্থানীয়রা জানায়, সাপুড়ে কাদের খন্দকার দুপুরে নিজ বাড়িতে থাকা গোখরা সাপের পানি খাওয়াতে যায়। সে সময় সাপ তাকে ছোবল দেয়। পরে নিজেই নিজের শরীর থেকে বিষ নামাতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে তাকে উদ্ধার করে স্বজনরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহনেওয়াজ বলেন, হাসপাতালে আনার পর আমরা তাকে এন্টিভেনম দিয়েছিলাম। মূলত কাদের খন্দকারের হার্টের সমস্যাও ছিল। বেশি অসুস্থ হয়ে পড়ে আমরা তাকে ফরিদপুরে রেফার্ড করি। পরে শুনেছি তিনি মারা গেছেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top