ধামইরহাটে সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা ও প্রবীন সংবর্ধনা প্রদান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২৮ মে ২০২৫ ১৭:৫৯; আপডেট: ৩০ মে ২০২৫ ০৩:১২

নওগাঁর ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির উপজেলা দিবস উদ্যাপন, উন্নয়ন মেলা ও প্রবীনদের সংবর্ধনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় জগদ্দল আসিবাসী স্কুল ও কলেজ মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন মেলা উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী, ম্যারাথন ও সাইকেল র্যালি ও প্রবীন শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
উন্নয়ন মেলা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম, জগদ্দল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম, জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক ওবায়দুল ইসলাম, সহকারি পরিচালক সিদ্দিকুল বাশার, ইসমাইল হোসেন, সামসুল আলম, আঞ্চলিক ব্যবস্থাপক সামসুল আলম, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মারজানুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মামুন খান প্রমুখ। শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, প্রবীন শিক্ষকদের মধ্যে সংবর্ধনা প্রদান করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: