ডেঙ্গু আক্রান্ত আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ৩২৬
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ জুন ২০২৫ ১৮:২৫; আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৭:৩৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২৬ জন, মৃত্যু হয়েছে দুইজনের। আক্রান্তের সর্বোচ্চ ১১৮ জনই বরিশালে। মৃত দুইজনের একজন ঢাকা দক্ষিণ সিটি এবং অন্যজন রাজশাহী বিভাগের।
বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপরেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে ৮ হাজার ৮৭০ জন আক্রান্ত হয়েছেন, প্রাণ গেছে ৩৬ জনের।
এছাড়াও, গত ২৪ ঘণ্টায় ৩১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৭ হাজার ৭৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: